বাংলাদেশের সেরা ৫ শিক্ষিত জেলা:
শিক্ষা ছাড়া উন্নত বাংলাদেশ গড়া কখনো সম্ভব নয় । শিক্ষার আলো পৌঁছে দিতে হবে প্রতিটি ঘরে ঘরে । তাই শিক্ষা নিয়ে প্রতিযোগিতায় এগিয়ে থাকা বাংলাদেশের প্রথম ৫টি জেলার তালিকা দেয়া হলো:
(১) চুয়াডাঙ্গা: ১৯৭১ সালে প্রথম স্বাধীন হওয়া জেলা চুয়াডাঙ্গা । এখানে শিক্ষার হার ৯৯.৯৭%. এবং স্বাক্ষরতার হার ১০০%. এটা বাংলাদেশের প্রথম এবং একমাত্র নিরক্ষর মুক্ত জেলা ।
(২) বরগুনা: ২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডরে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বরিশাল বিভাগের এই জেলা টি, আর্থিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত এ জেলাটি এক মূহুর্তের জন্যও দমে যায়নি । শিক্ষার আলো ছড়িয়ে গেছে ঘরে ঘরে । এ জেলার শিক্ষার হার ৮৬.৫৫% ।
(৩) বরিশাল: কীর্তন খোলা নদীর তীরে অবস্থিত এ শহরটিকে বলা হয় বাংলার ভ্যানিস । এ জেলার শিক্ষার হার ৭৫.৩০% ।
(৪) নোয়াখালী: নোয়াখালী বাংলাদেশের একমাত্র জেলা যার নিজ নামে কোনো শহর নাই, অর্থাৎ নোয়াখালীতে "নোয়াখালী" নামে কোনো জায়গা নেই । কারণ ১৯৫০ সালের আগে নদীভাঙনে পদ্মার বুকে বিলীন হয়ে যায় হাজার বছরের ঐতিহ্যবাহী সমৃদ্ধ নোয়াখালী শহর । সব হারিয়ে ঘুরে দাঁড়ানো এ জেলার শিক্ষার হার এখন ৬৯.৫০% ।
(৫) সিরাজগঞ্জ: রাজশাহী বিভাগের এ জেলা টি তাঁতশিল্পের জন্য বিশ্ববিখ্যাত । বঙ্গবন্ধু যমুনা সেতু ও সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ এ জেলাকে পর্যটন সমৃদ্ধ জেলার রূপ দিয়েছে । এ জেলার শিক্ষার হার ৬৮% ।
[তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও উইকিপিডিয়া]
- শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে পুরো বাংলাদেশের প্রতিটি অঞ্চলে । নিরক্ষর মুক্ত বাংলাদেশ খুব দুরে নয় । শিক্ষার আলোয় আলোকিত হয়ে পৃথিবীর বুকে ঝলমল করে টিকে থাকবে বাংলাদেশ । এ কামনা করছি ।
No comments:
Post a Comment