আমি সাইফুল উমর | এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্লগ || বিজ্ঞান, রাজনীতি, ধর্ম, দর্শন সম্পর্কে ||

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, March 12, 2017

পৃথিবীতে লোহা এসেছে আকাশ থেকে




পবিত্র কুরআনের সূরা হাদ্বিদের ২৫ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে, আল্লাহ বলেছেন, "আমি তোমাদের জন্য পাঠিয়েছি লোহা, যাতে রয়েছে প্রচন্ড শক্তি ও কল্যাণ"
এখানে যে আরবি শব্দটি ব্যবহৃত হয়েছে 'আনজা'আলা' এর আভিধানিক অর্থ "উপর থেকে নীচে পাঠানো"
তাহলে ব্যাপারটা এরকম দাড়ায় যে, আল্লাহ পৃথিবীতে লোহা পাঠিয়েছেন আকাশ থেকে ।
কুরআনের এই আয়াতটি দেখানো হয়েছিলো প্রফেসর আর্মস্ট্রং কে ।
তিনি উত্তর দিলেন, আমরা কিছুদিন আগে পৃথিবীতে সৃষ্ট বিভিন্ন বস্তুর উপাদান নিয়ে গবেষনা চালিয়েছি । এবং বিজ্ঞান মাত্র কিছুদিন আগে জানতে পেরেছে যে, লোহার একটা অণু তৈরী করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তা আমাদের এই সৌরজগতের মোট শক্তির চেয়েও বেশী । হিসাব কষে দেখা গেছে যে এই শক্তি মোট চারটি সূর্যের শক্তির সমান হবে ।
কাজেই বুঝা যাচ্ছে যে, লোহা পৃথিবীতে সৃষ্ট কোন উপাদান নয় ।
বিজ্ঞানীরা এটা মেনে নিয়েছিলেন যে, পৃথিবীতে লোহা এসেছে আকাশ থেকে । লোহা পৃথিবীতে সৃষ্ট কোন উপাদান নয় ।
কুরআন যেটা বলেছে ১৪০০ বছর আগে বিজ্ঞান সেটা প্রমাণ করেছে কিছুদিন আগে ।
কুরআনে বিজ্ঞান নিয়ে ১০০০ এর বেশী আয়াত রয়েছে ।
ইনশাহ্আল্লাহু তার একটি আয়াত ও আজো মিথ্যা প্রমাণিত হয়নি ।
( আমি প্রত্যেকটা আয়াত নিয়ে পোষ্ট করতে চাই, করবো ইনশাহআল্লাহ )

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot