পবিত্র কুরআনের সূরা হাদ্বিদের ২৫ নম্বর আয়াতে উল্লেখ করা আছে যে, আল্লাহ বলেছেন, "আমি তোমাদের জন্য পাঠিয়েছি লোহা, যাতে রয়েছে প্রচন্ড শক্তি ও কল্যাণ"
এখানে যে আরবি শব্দটি ব্যবহৃত হয়েছে 'আনজা'আলা' এর আভিধানিক অর্থ "উপর থেকে নীচে পাঠানো"
তাহলে ব্যাপারটা এরকম দাড়ায় যে, আল্লাহ পৃথিবীতে লোহা পাঠিয়েছেন আকাশ থেকে ।
কুরআনের এই আয়াতটি দেখানো হয়েছিলো প্রফেসর আর্মস্ট্রং কে ।
তিনি উত্তর দিলেন, আমরা কিছুদিন আগে পৃথিবীতে সৃষ্ট বিভিন্ন বস্তুর উপাদান নিয়ে গবেষনা চালিয়েছি । এবং বিজ্ঞান মাত্র কিছুদিন আগে জানতে পেরেছে যে, লোহার একটা অণু তৈরী করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন তা আমাদের এই সৌরজগতের মোট শক্তির চেয়েও বেশী । হিসাব কষে দেখা গেছে যে এই শক্তি মোট চারটি সূর্যের শক্তির সমান হবে ।
কাজেই বুঝা যাচ্ছে যে, লোহা পৃথিবীতে সৃষ্ট কোন উপাদান নয় ।
বিজ্ঞানীরা এটা মেনে নিয়েছিলেন যে, পৃথিবীতে লোহা এসেছে আকাশ থেকে । লোহা পৃথিবীতে সৃষ্ট কোন উপাদান নয় ।
কুরআন যেটা বলেছে ১৪০০ বছর আগে বিজ্ঞান সেটা প্রমাণ করেছে কিছুদিন আগে ।
কুরআনে বিজ্ঞান নিয়ে ১০০০ এর বেশী আয়াত রয়েছে ।
ইনশাহ্আল্লাহু তার একটি আয়াত ও আজো মিথ্যা প্রমাণিত হয়নি ।
( আমি প্রত্যেকটা আয়াত নিয়ে পোষ্ট করতে চাই, করবো ইনশাহআল্লাহ )
No comments:
Post a Comment