আমি সাইফুল উমর | এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্লগ || বিজ্ঞান, রাজনীতি, ধর্ম, দর্শন সম্পর্কে ||

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, March 12, 2017

সব কিছুতেই জঙ্গি জঙ্গি করা রীতিমত আমাগো দেশপ্রেমিকদের সুঅভ্যাসে পরিণত হইয়া গিয়াছে ।



সব কিছুতেই জঙ্গি জঙ্গি করা রীতিমত আমাগো দেশপ্রেমিকদের সুঅভ্যাসে পরিণত হইয়া গিয়াছে । কোথাও বোম পুটুলে,
কে পুটাইছে?
জঙ্গি !!!
এটা করছে কে?
- জঙ্গি !!!
ওটা করছে কে ?
- জঙ্গি !!!
- জঙ্গি ! - জঙ্গি ! - জঙ্গি !
>> সত্য কথা হলো, দেশে জাঙ্গি বাহিনী, বাল-কায়দা বাহিনীদের কোন তৎপরতা নেই !
>> আমাদের চিন্তা করা উচিত, সবসময় জঙ্গি-জঙ্গি করা আমাদের জন্য কোন সুফল বয়ে আনছে কিনা?
-না! বরং মারাত্নক কুফল বয়ে আনছে . .
এতেকরে বর্হিবিশ্বে বাংলাদেশ একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে পরিচিত হচ্ছে । বিশ্ববাসী ভাবছে বাংলাদেশও জঙ্গি আক্রান্ত দেশ । এরই অজুহাত ধরে এদেশে সম্রাজ্যবাদের প্রবেশ ঘটতে পারে । জঙ্গি দমনের নামে বিদেশী সৈন্য প্রবেশ করতে পারে দেশে । তারপর? তারপর ধ্বংস হতে থাকবে বাংলাভূমি । যেমন করে আফগানিস্তানকে ধ্বংস করেছে আমেরিকা । এছাড়াও বিদেশীরা ভয়ে এদেশে ভ্রমণ, বিনিয়োগ করতে বিরত থাকবে ।
আর সবকিছুতে যদি জঙ্গিদের দায়ী করা হয় তাহলে অপরাধীরা ছাড় পেয়ে যাবে ।
জঙ্গি আমাদের প্রধান সমস্যা নয় । আমাদের জনসংখ্যা বৃদ্ধি, বেকারত্ব, শেয়ার বাজার লুটপাত, দ্রব্যপন্যের মূল্যবৃদ্ধি, পদ্মাসেতু দূর্নীতি এসবের জন্য তো
জঙ্গিরা দায়ী নয় ।
কাজেই জঙ্গি জঙ্গি করে বেশী মাতামাতি করা উচিত নয় ।
জঙ্গিবাদকে সন্ত্রাসবাদে নামকরণ করতে হবে । এরপর একে দমন করতে হবে ।
যদিও আমাদের এখন থেকে সতর্ক থাকে হবে যাতে জঙ্গিবাদের উৎপত্তি না ঘটে ।
শেষমেষ বলি একটি #সাম্প্রতিক_ঘটনা: বাংলাদেশে জঙ্গি হামলা হবে বলে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলাদেশ আসতে ভয় পাচ্ছে । এর মধ্যদিয়ে বাকি বিশ্ব জানছে বাংলাদেশ একটি জঙ্গির দেশ । সামনে হয়তো দেখা যাবে আমেরিকা বাংলাদেশে সৈন্য পাঠাবে জঙ্গি দমনের জন্য । শুরু হবে দেশ দখল ।
যেমন করে আমেরিকানরা এখনো পাকিস্তানে ড্রোন হামলা চালায় রীতিমত । সেখানে তারা জঙ্গি মারতে ব্যর্থ হলেও সাধারণ মুসলমান মারতে ব্যর্থ হয়না ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot