আমি সাইফুল উমর | এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্লগ || বিজ্ঞান, রাজনীতি, ধর্ম, দর্শন সম্পর্কে ||

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, March 12, 2017

একদিন এক মুক্তমণা বলতেছিলো..


একদিন এক মুক্তমণা (আমার সহপাঠি) বলতেছিলো-
"বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে মাত্র ৩০০০ মানুষ মারা গেছে । পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু ইচ্ছাকরে ৩০০০ এর সাথে আরো ৩ টা শূণ্য লাগিয়ে ৩০০০০০০ করে দেয় । আর তখন থেকেই সবাই জানে যুদ্ধের সময় ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছে ।"
- এই রকম বক্তব্য আমি অনেকের কাছে শুনেছি ।
তারা এসব বলে ও প্রচার করে বেড়ায় ।
এদের বক্তব্য শুনে এতটাই ব্যথিত হয় যে, এদের যুক্তি দেখাতেও আর মন এগোয় না ।
এসব ইতিহাস প্রচারকদের সাথে হয়তো আপনার ও দেখা হয়ে যেতে পারে ।
তখন আপনি তাকে প্রশ্ন করুন:
(১) দুইশতাধিক গণহত্যায় মৃতের সংখ্যা কত হতে পারে?
(২) অনেক গুলো গ্রাম যার সব পুরুষকে হত্যা করা হয়েছে । ঐ গ্রাম গুলোকে আমরা এখন বিধবা গ্রাম নামে চিনি । সেখানে কতজন পুরুষকে হত্যা করা হতে পারে?
(৩) পাকিস্তানিরা যদি নিজেরাই দাবী করে যুদ্ধ চলাকালীন শুধু তাদেরই ২লক্ষ সৈন্য মারা গেছে, তাহলে এদেশের কতজন মারা যেতে পারে?
(৪) ২লক্ষ মা-বোনের সম্ভ্রম হারানো-কে কিভাবে ব্যাখ্যা করবেন?
(৫) সবাই যখন জানে শহীদের সংখ্যা ৩০লক্ষ , তখন আপনি বিতর্কি কথা প্রচার করে বেড়াচ্ছেন কোন উদ্দেশ্যে?

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot