আমি সাইফুল উমর | এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্লগ || বিজ্ঞান, রাজনীতি, ধর্ম, দর্শন সম্পর্কে ||

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, March 12, 2017

এই মেয়েদের জন্য নারী দিবস




#কাপুরুষ
রাস্তা দিয়ে যখন একটা মেয়ে হেটে যাচ্ছে.. রিকশাওয়ালা থেকে শুরু করে হকার, দোকানি, পথচারী সহ সবার চোখ টড়াক করে আটকে যায় । যেন এরা জীবনে নারী দেখেনি ।
ভীড়ের পথে মেয়েটার দিকে কুনুই তাক করে একটা গুতা লাগিয়ে যেতে পারলে যেন এদের পুরুষজন্ম ধন্য হয়ে যায় ।
বাসে কিংবা ট্যাক্সিতে মেয়েটার দিকে একটু ঘষা না লাগিয়ে দিলে যেন চরম মিস হয়ে যায় এদের ।
ইস্কুলে বোরকা পড়ে আসে বলে স্যারের আপত্তিকর কথায় লাঞ্চিত মেয়েটার কান্না ছাড়া করার কিছুই থাকেনা ।
বৈশাখী মেলায় মেয়েগুলোর ওড়না নিয়ে টানাটানি করে শেষ নগ্ন করা ঘটনা ঘটলেও ওটাকে রাজনৈতিকরা দু'একটা বিচ্ছিন্ন ঘটনা বলে ব্যাখ্যা করেন ।
প্রতিদিন মেয়েটার পথ আগলে ধরে ধরে, তার ঘরের নম্বরটাতে তিন চারটা সিম থেকে কল দিতে দিতে শেষ মেয়েটার স্কুলে যাওয়াটাও বন্ধ হয়ে গেছে ।
ফেসবুকে অনেকগুলো গ্রুফ খুলেছে এরা শুধু মাত্র মেয়েদের সমালোচনায় মেতে উঠার জন্য, মেয়েরা এরকম মেয়েরা সেরকম ইত্যাদি ।
মেয়েটি চাকরি করে, তাই পাড়াপড়শী তাকে ভালো চোখে দেখেনা ।
ক্লাশ নাইনে পড়ুয়া মেয়েটিকে ঘরের বউ সাজিয়ে এনে দিনরাত তার কাজের ভুল ধরতে ধরতে ক'দিনেই সহ্যের সীমা পেরিয়ে যায় তার শশুরবাড়ীর সবার ।
বাবার বয়সী লোকটাও যখন টানা দৃষ্টিতে হা করে তাকিয়ে থাকে, রাস্তার দুপাশেই যখন হারবাল কোম্পানির যৌন চিকিৎসার পোষ্টার টাঙানো থাকে, তখন মেয়েটি লজ্জায় কি চোখ বন্ধ করে হাটবে?
#এতক্ষণ বল্লাম কিছু কাপুরুষের কথা, এরা নানাভাবেই নারী সমাজকে ধীরে ধীরে অনিরাপদ অবস্থানে নিয়ে যাচ্ছে ।
#কিন্তু প্রশ্ন হলো এতক্ষণ যে মেয়েটির কথা বলেছি, এই মেয়েটি কে?
-- এই মেয়েটি হচ্ছে এসব কাপুরুষদেরই বোন, এদেরই মা, যোকোনো ভাবে এদেরই সহধর্মী, মেয়েটি এদেরই কারো ঘরের মেয়ে ।
(মেয়েটি তো আর ভিন্নগ্রহের প্রাণী নয়)

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot