আমি সাইফুল উমর | এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্লগ || বিজ্ঞান, রাজনীতি, ধর্ম, দর্শন সম্পর্কে ||

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, February 4, 2017

ফেব্রুয়ারী মাস, আমার ভবিষ্যত বাণী

চলছে ফেব্রুয়ারী মাস, আমার ভবিষ্যত বাণী মতে এ মাস জুড়ে যা যা হবে..
* সারাদেশ জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, নাচ হবে, গান হবে কিন্তু কোথাও শহীদ দের জন্য দোয়া মাহফিল হতে দেখা যাবেনা ।
* শহীদ মিনার কে মঞ্চ করে ডেন্স হবে, হিন্দি গানের তালে তালে । B-)
* ভীষন ঝড় হবে, বিতর্কের ঝড় । বিতর্কের বিষয় হবে কে ছিলেন স্বাধীনতার ঘোষক? 
* এ মাসের জন্য ফেসবুকে অভিষেক করবেন দেশের অভ্যন্তরে লুকিয়ে থাকা হাজার হাজার গুণী জ্ঞানীরা । B-) তারা হরেক রকমের যুক্তি তর্কের স্টাটাস দিয়ে সবাইকে বোঝাতে চেষ্টা করবে যে শহীদ মিনারে ফুল দেয়া হারাম । তাদের আবার প্রতিহত করবে একদল দেশ প্রেমিক মুক্তমনা, :-Oযারা আগের জন্মে মুক্তিযোদ্ধা ছিলো বলে মনে মনে হলেও দাবি করে । উভয় পক্ষের কমেন্ট বক্সে প্রচন্ড মারামারি হবে ।
* দেশের প্রত্যন্ত অঞ্চলে কলাগাছ কেটে কেটে শহীদ মিনার হবে, হিন্দি গান বাজিয়ে তালে তালে কোমর দুলিয়ে সবাই শহীদদের স্মরণ করবে । :-P
* একদল দেশ প্রেমিককে দেখতে পাবেন ট্রাকে করে ঢাক ঢোল পিটাতে পিটাতে যাচ্ছে ।
* এছাড়াও আরো হরেক রকম আয়োজনে উদযাপিত হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ।
-> হে প্রভু আমাদের এই উত্‍সবের সংবাদ শহীদদের কাছে পৌঁছিয়ে দাও ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot