আমি সাইফুল উমর | এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্লগ || বিজ্ঞান, রাজনীতি, ধর্ম, দর্শন সম্পর্কে ||

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, February 4, 2017

নোবেল পুরষ্কার পেতে পারে বাঙালী বিজ্ঞানীরা

২০১৬ সালের দুনিয়া কাঁপানো সেরা প্রযুক্তির উদ্ভাবন ঘটেছে বাংলাদেশে । রডের বদলে বাঁশ আর সিমেন্টের বদলে কাঁদামাটি ।
আমাদের দেশীয় এই যুগান্তকারী আবিষ্কারে মুগ্ধ হয়েছে অনেক বিদেশী বিজ্ঞানীরা । এতে করে বুঝা যায় বাঙালীরা জ্ঞান বিজ্ঞানের কতোটা এগিয়ে আছে । এখন আমাদের দেশের নাম শুধু বাংলাদেশ নয়, "ডিজিটাল বাংলাদেশ"
বহির্বিশ্বের অনেক এখন আমাদের রোল মডেল হিসেবে দেখছে ।
এক গোপন সুত্রে জানা গেছে এবার এজন্য নোবেল পুরষ্কার পেতে পারে বাঙালী ঐসব জ্ঞানী ব্যক্তিরা । 
বাংলাদেশী এই আবিষ্কার বহির্বিশ্বে আমাদের সুনাম ছড়াচ্ছে, পাশাপাশি আমাদের নির্মান শিল্পের জন্য বিদেশ থেকে রড আমাদানী কমে যাবে ।
ভবন নির্মানে বাঁশ, রেললাইনে লোহার পাতের পরিবর্তে বাঁশ এর ব্যবহার ছাড়াও আমরা বাঁশশিল্পকে আরো বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি

বাঁশের কেরামতি আর মেরামতি গুণ কাজে লাগিয়ে আমরা হবো উন্নত এক জাতি ।
সেই সোনালী দিনের আর কতো দেরি পাঞ্জেরী?


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot