আমি সাইফুল উমর | এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত ব্লগ || বিজ্ঞান, রাজনীতি, ধর্ম, দর্শন সম্পর্কে ||

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, February 4, 2017

ভালোর ঘরে জন্ম নিয়ে ভালো হয়ে থাকা যায় । কিন্তু জ্বলে পুডে যে ভালো হয়ে ওঠে সেই আসল

ভালোর ঘরে জন্ম নিয়ে ভালো হয়ে থাকা যায় । কিন্তু জ্বলে পুডে যে ভালো হয়ে ওঠে সেই আসল ।
অভাবের ঘরে জন্ম নিয়ে যে সৎ হয় সেই আসল ।
প্রাচুর্যের মাঝে থেকেও যে নিরহংকারী সেই আসল ।
প্রধানমন্ত্রীর ঘরে জন্ম নিলে প্রধানমন্ত্তী হওয়া যায় ।
জমিদারের ঘরে জন্ম নিলে জমিদার হওয়া যায় ।
আর, মহামানবের ঘরে জন্মালেই কেবল মহামানব হতে পারে?
হিরা কখনো হিরা প্রসব করেনা । হাজার হাজার বছর মাটির নীচে তাপ-চাপ সহ্য করে কয়লা হিরায় রূপান্তরিত হয় ।
হাঁ, কয়লা থেকেই হিরা তৈরি হয় ।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot